বাসা পরিবর্তনের সহজ উপায়, মুভার্স পুরো ঢাকা শহর জুড়ে ক্ষুদ্র এবং বড় ব্যবসা, ‘শিফটিং ইন ঢাকা’ সংস্থা এবং বাণিজ্যিক ক্লায়েন্টদের জন্য শত শত বাণিজ্যিক অফিস বদল সফলভাবে সম্পন্ন করেছে। আমরা আপনার অফিসের মালামাল সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করে দ্রুত স্থানান্তরিত করব যাতে আপনি যত তাড়াতাড়ি সম্ভব ব্যবসায় ফিরে যেতে পারেন। আমরা প্যাকিং যোগ্য সকল মালামাল আমাদের প্রশিক্ষিত অফিস প্যাকিং বিশেষজ্ঞ দ্বারা প্যাক করা হবে এবং আনপ্যাক করা হবে , ফার্নিচার বিচ্ছিন্ন করব এবং একত্রিত করব সাবধানে এবং দ্রুত স্থানান্তরিত করব যাতে আপনি এখনই আপনার ব্যবসাটি চালিয়ে যেতে পারেন। ‘শিফটিং ইন ঢাকা’ house shifting services in dhaka
আপনার অফিস সরানোর দিন, আমাদের পেশাদার অফিস মোভাররা সময়মতো, ইউনিফর্মে উপস্থিত হবে এবং নিরাপদে আপনার অফিস স্থানান্তরিত করতে সহায়তা করার জন্য প্রস্তুত থাকবে। প্যাক এন্ড শিফট কোম্পানির ব্যবসা ও অফিস বদল দল আপনার আইটেমগুলি ঠিক যেখানে চান, সেখানে আপনার নতুন অফিসে গুছিয়ে রাখবে এবং আপনি সম্পূর্ণ সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমরা সেবা প্রধান করে যাব। বাসা পরিবর্তনের সহজ উপায়,
যারা ভাড়া বাড়িতে অফিস পরিচালনা করে থাকেন তাদের জন্য অফিস বদল কিংবা অফিস পরিবর্তন করা একটি বিরক্তকর ও ঝামেলার কাজ। অনেক যত্ন করে সময় নিয়ে ও টাকা খরচ করতে হয় অফিস সাজাতে। নানান রকমের কাজ করতে হয়। অনেক রকমের ফিটিং সেট করতে হয়। অনেক ক্ষেত্রে ইন্টেরিয়র এর কাজ করতে হয়। দেয়াল ফিটিং ফার্ণিচার সেট করতে হয়। সবচেয় বড় ঝামেলার বিষয় হলো বিভিন্ন ডকুমেন্ট এ অফিসের ঠিকান ব্যবহার করতে হয়। অফিস শিফটিং করার পর সমস্ত কাগজপত্র নতুন করে ছাপাতে হয়। এতে করে বড় অংকের টাকা খরচ হয়ে যায় ছাপাখানার খরচের জন্য। বাসা পরিবর্তনের সহজ উপায়, ‘শিফটিং ইন ঢাকা’ water tank cleaning services
বাসা বদলের তুলনায় অফিস বদল অনেক ব্য়য়বহুল ও ঝামেলার। এসময় অনেক কাজের আঞ্জাম দিতে হয়। একটি অফিস স্থানান্তর এর জন্য কমপক্ষে এক থেকে দুই মাস আগে থেকে প্রস্তুত নিতে হয়। প্রস্তুতি যত আগে থেকে নেওয়া যাবে কাজটি তত সুন্দর ও নিখুত ভাবে সম্পন্ন হবে।
অনেকেই অফিস স্থানান্তর এর সময় ফার্ণিচার এর সেটাপ সম্পূর্ণ পরিবর্তন করে থাকেন। কারন দীর্ঘদিন ব্যবহারের পর পুরাতন ফার্ণিচার আর ব্যবহারের উপযোগী থাকে না। অনেক আসবাবপত্র ডেমেজ বা নষ্ট হয়ে যায়। এগুলো মেরামত করতে হয় বার্ণিশ করতে হয়। অনেক সময় পূরাতন ফার্ণিচার বর্তমান যুগের সাথে চলে না বিধায় ফার্ণিচার আপডেট করতে চায়। নতুন ফার্ণিচার হলে অফিসের কাজ কর্মের মধ্যেও কর্ম চাঞ্চল্য ফিরে আসে। বাসা পরিবর্তনের সহজ উপায়, Shifting In Dhaka
হলো অন্যতম। আমরা সুদৃঢ় ও দক্ষতার সাথে সকল কাজ সম্পন্ন করি ও আমাদের গ্রাহদের বাসা পরিবর্তনের জন্য সঠিক গাইডলাইন দিয়ে থাকি, যাতে তারা সহজ ও নিরাপদে তাদের বাসা, বাড়ি পরিবর্তন করতে পারে। আমরা আমাদের ক্লায়েন্টদের সর্বোত্তম সেবা দানে প্রতিজ্ঞাবদ্ধ। বাসা পরিবর্তনের সহজ উপায়, ‘শিফটিং ইন ঢাকা’
আমরা মনে করি যে, প্রতিটা পরিবারই অন্য সকল পরিবার থেকে ভিন্ন। তাদের আচার-আচরন, মালপত্র, আসবাবপত্রের ধরন ও পরিবেশ এর মধ্যে ভিন্নতা রয়েছে। তাই, আমরা তাদের আসবাবপত্র সমুহ পরিবর্তনের জন্য ফ্রি এসেসমেন্ট সুবিধা দিয়ে থাকি যাতে তারা নতুন এক অভিজ্ঞতা সঞ্চার করতে পারে। আপনার অর্থনৈতিক পরিকল্পনা, সময় এবং আপনার বাসা পরিবর্তনের চাহিদা অনুযায়ী সেবা প্রদানের ক্ষেত্রে খুবই পরিকল্পতিত ও সুদৃঢ়।
কেনো আমরাই বাসা শিফটিং এ সর্বোত্তম কোম্পানি?
আমরা জানি গ্রাহকদের চাহিদা, বুঝি তাদের রুচিবোধ। দীর্ঘ ২০ বছর সফলতার সাথে কাজ করে তাদের অল্প সময় কথা বলেই বুঝতে পারি তাদের মনের ভাষা। গ্রাহদকদের রুচী ও ব্যক্তিত্বের সাথে মিল রেখে যে বিষয় গুলো বিবেচনায় রাখি তা হলো: বাসা পরিবর্তনের সহজ উপায়,
বাসা পরিবর্তনের সহজ উপায়
বাসা পরিবর্তনের সময় শেষ মুহূর্তে তাড়াহুড়ো না করে আগে থেকে একটি পরিকল্পনা তৈরী করে নিন। এজন্য ঘরের সকল সদস্যদের সাথে পরামর্শ করুন কারন বাসা পরিবর্তনের সাথে পরিবারের সকল সদস্য জড়িত থাকে। সকলের রুমেই আলাদা আলাদা ও ব্যক্তিগত মালামাল থাকে, তাই বাসা শিফটিং এর সম্পর্কে সকলেরই ধারনা থাকা উচিত। এ বিষয়ে সকলের সার্বিক অবগত থাকলে শিফটিং কার্যক্রম সহজ হয়।
যে কারনে আপনার মূল্যবান সামগ্রী বা জিনিসপত্র ভেঙ্গে যাবার কোন ভয় থাকে না। বাসা পরিবর্তনের সহজ উপায়,
ঢাকা শহরের যেকোন স্থান থেকে যে কোন স্থানে অথবা ঢাকার শহরের বাইরে যে কোন স্থানে বা জেলায় বাসা বাড়ী
বা অফিস বদলের জন্য আমাদের প্রফেশনাল সার্ভিসের সহযোগিতা নিন এবং নিরাপদে আপনার মূল্যবান
সামগ্রীসহ বাসা বাড়ীবা অফিস বদল করুন।
বাসা বদল এর বিভিন্ন প্যাকেজ
আপনার বাসা বদল এবং অফিস বদল সার্ভিস প্রধান কে আরও সহজ করতে প্যাক এন্ড শিফ্ট দিয়ে থাকে সাশ্রয়ী মূল্যে বাসা ও অফিস বদলের বিভিন্ন প্যাকেজ। এখন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি না করে ঘরে বসেই খুব সহজে অনলাইন এবং অফলাইনে বুকিং দিন প্যাক এন্ড শিফ্ট এর টিমকে আর উপভোগ করুন নিরাপদে ঝামেলাবিহীন বাসা বদল এবং অফিস বদল সার্ভিস। আপনি চাইলে আমাদের যেকোন প্যাকেজ গ্রহণ করতে পারেন আপনার মালামাল এবং প্রয়োজন অনুযায়ী। তাই আমরা সেবা গ্রহীতার কথা চিন্তা করেই বিভিন্ন প্যাকেজ করেছি। বাসা পরিবর্তনের সহজ উপায়,
বাসা বদল সার্ভিস এখন আপনার অতি নিকটে
আপনি কি বাসা বদল কিংবা অফিস বদল নিয়ে চিন্তিত ? শিফটিং নিয়ে আপনার সকল চিন্তা দূর করতে আমরা আছি আপনার পাশে একঝাক দক্ষ ও অভিজ্ঞ মুভিং টিম নিয়ে। নির্ভিগ্নে ও নিশ্চিন্তে নির্ভর করতে পারেন আমাদের উপর। বাসা পরিবর্তনের সহজ উপায়, ‘শিফটিং ইন ঢাকা’
Dhaka is a densely populated city. It is very difficult to find a suitable home or house here. But we have to change home often for jobs, business or other reasons. The most difficult thing (more…)
Need to shift Your office? Are you worried for this? Don’t worry, Shifting in Dhaka is here to rescue you from anxiety. We are 10 year’s experienced to provide shifting (more…)
We are Shifting In Dhaka for any kind of load unload service. at any corner of the Dhaka city. We have a team of trained and experienced staff to Load Unload Services In Dhaka, provide (more…)
Dhaka is a densely populated city. It is very difficult to find a suitable home or house here. But we have to change home often for jobs, business or other reasons. The most difficult thing (more…)
Need to shift Your office? Are you worried for this? Don’t worry, Shifting in Dhaka is here to rescue you from anxiety. We are 10 year’s experienced to provide shifting (more…)
We are Shifting In Dhaka for any kind of load unload service. at any corner of the Dhaka city. We have a team of trained and experienced staff to Load Unload Services In Dhaka, provide (more…)